<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রশাসক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাধারণ হজ এজেন্সি মালিকবৃন্দের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ব্যানারে একদল এজেন্সি মালিক। তাঁরা বলছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের এজেন্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় হাবে প্রশাসক নিয়োগ দিয়েছে। এতে সহায়তা করেছেন ধর্ম মন্ত্রণালয়ে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সরকারের অনুসারীরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আশীর্বাদপুষ্ট হাবের সাবেক কার্যনির্বাহী কমিটির সব অপকর্ম-দুর্নীতির তদন্ত চেয়েছে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র ব্যানারে আরেক দল। তারা বলছে, হাবের সাবেক কমিটি সিন্ডিকেট করে হজ প্যাকেজ দ্বিগুণ করেছে। তাদের সব অনিয়ম ও দুর্নীতি তদন্ত করতে হবে। গতকাল শনিবার রাজধানীতে আলাদা দুই অনুষ্ঠানে এসব দাবি জানায় তারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে এখন পর্যন্ত একজন হজযাত্রীও পায়নি ১২৪টি হজ এজেন্সি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ধর্ম মন্ত্রণালয়। সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাবে প্রশাসক নিয়োগ বাতিল করে আগের কমিটি পুনর্বহালের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন বেসরকারি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাধারণ হজ এজেন্সির মালিকবৃন্দ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। অবিলম্বে হাবে প্রশাসক নিয়োগের আদেশ বাতিল করে নির্বাচিত কমিটি পুনর্বহালসহ ছয় দফা দাবি জানান তাঁরা। মানববন্ধনে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি না মানলে কাফনের কাপড় পরে রাজপথে নামার হুমকি দেওয়া হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাঁদের দাবির মধ্যে রয়েছে হজযাত্রীদের বিমানভাড়া যৌক্তিক করা, হজ প্যাকেজ মূল্য সহনীয় পর্যায়ে নির্ধারণ করা, তিন লাখ টাকার বদলে শুধু বিমানভাড়া দিয়ে নিবন্ধনের সুযোগ দেওয়া, সিন্ডিকেট ভাঙতে নিবন্ধিত সব মোয়াল্লিম উন্মুক্ত রাখা এবং হজ কার্যক্রম থেকে ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের প্রত্যাহার করা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দাবি জানান, হজ প্যাকেজ সহনীয় পর্যায়ে নির্ধারণ এবং হাব ও হজ নিয়ে লুটপাট ও সিন্ডিকেটের মাধ্যমে হজ ব্যবস্থাপনায় নৈরাজ্য সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান। তাঁদের অভিযোগ, হাবের পলাতক সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের সিন্ডিকেটের কারণে হজের খরচ সাত লাখে পৌঁছেছে। ফলে গত কয়েক বছর নির্ধারিত কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকদের পক্ষে আহ্বায়ক আকতার উজ্জামান বলেন, গত আট বছর হাবে স্বৈরতান্ত্রিকভাবে সভাপতি হয়েছেন যুবলীগের একজন প্রেসিডিয়াম সদস্য। এখন তিনি পলাতক থাকলেও তাঁর সহযোগীরা আসন্ন হজ মৌসুমে সিন্ডিকেট করার অপচেষ্টা করছেন। তাঁরা গত চার বছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করে সংগঠন বিধিমালার লঙ্ঘন এবং অননুমোদিতভাবে হাবের অর্থ ব্যয় করেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই সংবাদ সম্মেলনে হাবের সাবেক মহাসচিব রশিদ শাহ সম্রাট বলেন, বাংলাদেশে থেকে সৌদি আরবের বিমানভাড়া কখনো দুই লাখ টাকা হতে পারে না। এই ইস্যুতে আগের সরকার ও হাব জোরালো ভূমিকা রাখেনি। কারণ হাবের সাবেক সভাপতি তসলিম নিজেই ফ্লাইনাস এয়ারের বাংলাদেশে এজেন্ট ছিলেন। এই বিমানটি মূলত বাজেট ক্যারিয়ার (কম ভাড়ায় যাত্রী পরিবহন) করে। ৭০ থেকে ৮০ হাজার টাকায় হজযাত্রীদের নেওয়ার কথা থাকলেও তারা নিয়েছে প্রায় দুই লাখ টাকা করে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হজযাত্রী পায়নি ১২৪ এজেন্সি</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে এখন পর্যন্ত একজন হজযাত্রীও পায়নি ১২৪টি এজেন্সি। তাদের একটি তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, হজ ২০২৫ সালের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। কিন্তু অনুমোদিত তালিকায় প্রকাশিত হজ এজেন্সির মধ্যে ১২৪টি হজ এজেন্সির কোনো প্রাক-নিবন্ধিত/প্রাথমিক নিবন্ধিত হজযাত্রী নেই। এসব এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ অবস্থায় এসব হজ এজেন্সিকে দ্রুত হজযাত্রী প্রাক-নিবন্ধন/প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়।</span></span></span></span></p>