<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পৃথিবীর উন্নয়নের মডেল ও দর্শন না বদলালে জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী দেশ হিসেবে বাংলাদেশে যত টাকাই পাক না কেন, তাতে দেশের জনগোষ্ঠী, মানচিত্র ও ভূখণ্ড রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। গতকাল শনিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে এক কর্মশালায় এই মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জার্নালিজম ইন দ্য এজ অব এনার্জি ট্রানজিশন : কপ ২৯ কাভারেজ স্ট্রাটেজিস অ্যান্ড মেন্টরিং শীর্ষক কর্মশালায় উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্যে এক ভিডিও বার্তায় এ কথা বলেন। দেশের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং জাতিসংঘের আসন্ন জলবায়ুবিষয়ক বৈশ্বিক সম্মেলন কপ২৯-এর সংবাদ গ্রহণের প্রস্তুতির জন্য ২৪টি পরিবেশবাদী সংগঠনের সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিজওয়ানা হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বছর আমরা গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি গরমের মধ্যে পড়েছি। এ বছর যেসব এলাকায় বন্যা হয়েছে, সেসব এলাকার লোকজন বলছে, তাদের দাদি-নানিরাও এই মাত্রার বন্যা কখনো দেখেননি। এর অর্থ হলো, বাংলাদেশের মতো স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশ কয়েক যুগ কষ্ট করে যতটুকু উন্নয়ন অর্জন করেছে, তা ধরে রাখা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে উপর্যুপরি জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ের পৌনঃপুনিকতা ও ব্যাপকতা বেড়ে যাওয়ার কারণে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জলবায়ু সম্মেলনগুলোতে উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নত প্রযুক্তির জন্য আর্থিক সহযোগিতা দেওয়ার কথা বলে; কিন্তু বাস্তবে তারা সেই সহযোগিতা যথাযথভাবে দেয়নি। জলবায়ু পরিবর্তন প্রশমনের লক্ষ্যে আমাদের রেসপন্স মেকানিজমকে উন্নত করতে হবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের জন্য সরাসরি ও পরোক্ষ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p>