<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে পণ্যজট কমাতে এবং বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কার্গো ভেহিকল টার্মিনাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বেনাপোল স্থলবন্দরে নির্মিত কার্গো ভেহিকল টার্মিনাল উদ্বোধন এবং বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ভারতীয় আমদানি করা পণ্য বোঝাই ট্রাকগুলো এই কার্গো ইয়ার্ডে রাখা হবে। সেই সঙ্গে ভারতে রপ্তানিমুখী বাংলাদেশি পণ্য বোঝাই ট্রাকগুলোও এই ইয়ার্ডে অবস্থান করবে। তবে ভারতীয় পণ্য বোঝাই আমদানি করা ট্রাকের চেয়ে ভারতে রপ্তানি পণ্য বোঝাই বাংলাদেশি ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে এখানে অবস্থান করতে পারবে। পরে বন্দর অডিটরিয়ামে স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারী ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময়সভায় মিলিত হন ড. এম সাখাওয়াত হোসেন। এটি চালু হওয়ার ফলে একসঙ্গে এই টার্মিনালে এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ পণ্যবাহী ট্রাক রাখা যাবে। এর ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে, সীমান্ত বাণিজ্য ও রাজস্ব আয় বাড়বে বলে মনে করে বন্দর কর্তৃপক্ষ।</span></span></span></span></p>