<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">টাকা ফিরিয়ে দেওয়াসহ চার দফা দাবি জানিয়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যক্তি আমানতকারী ফোরাম। কম্পানিটির চেয়ারম্যানকে দ্রুত অপসারণের দাবিও জানিয়েছে তারা। গত সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের সদস্যরা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে ফোরামের সমন্বয়ক তাসদিক আহমেদ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ব্যাবসায়িক লাভ-ক্ষতির জন্য নয়, বরং সরাসরি লুটপাটের জন্য ইন্টারন্যাশনাল লিজিংয়ের অবস্থা খারাপ হয়েছে। ফোরামের সমন্বয়ক তাসদিক আহমেদ বলেন, ব্যক্তি আমানতকারীদের আজীবনের সঞ্চয় ছয় বছর ধরে আটকে আছে।</span></span></span></span></span></p> <p> </p>