<p>অর্থনীতিবিদদের ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে যুক্তরাষ্ট্রে কমেছে বেকারত্বের হার। গত সেপ্টেম্বরে কর্মসংস্থান হয়েছে দুই লাখ ৫৪ হাজার মানুষের। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস এ তথ্য প্রকাশ করে। এতে বেকারত্বের হার ০.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪.১ শতাংশ। আগস্টে বেকারত্বের হার ছিল ৪.২ শতাংশ এবং কর্মসংস্থান হয়েছিল এক লাখ ৫৯ হাজার মানুষের।</p> <p>অর্থনীতিবিদদের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, সেপ্টেম্বরে এই সংখ্যা কমে দাঁড়াবে এক লাখ ৪০ হাজার। তবে তাঁদের সেই পূর্বানুমান ভুল প্রমাণিত হয়। গত সেপ্টেম্বরে বিভিন্ন খাতে কর্মী নিয়োগ দেওয়া হয়।</p> <p>রেস্তোরাঁ ও বারে ৬৯ হাজার, স্বাস্থ্য খাতে ৪৫ হাজার, সরকারি সংস্থায় ৩১ হাজার, সামাজিক সহায়তা খাতে ২৭ হাজার এবং নির্মাণ খাতে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়। পেশাদার ও বাণিজিক সেবা খাতে যোগ হয় ১৭ হাজার চাকরি। শ্রম বাজার নিয়ে শঙ্কা থাকলেও স্থিরতা ফিরেছে। একই সঙ্গে কমেছে মুদ্রাস্ফীতির হার। দেশটি অর্থনীতি মন্দার ঝুঁকি এড়াতেও সক্ষম হয়েছে।</p> <p>বেকারত্বের হার কমার খবরে দেশটির শেয়ারবাজারেও চাঙ্গাভাব দেখা যায়। গত শুক্রবার দেশটির  অন্যতম স্টক এক্সচেঞ্জ ডো জন্সের সূচক বেড়েছে ০.৮ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০-এর সূচক বেড়েছে ০.৯ শতাংশ এবং নাসডাক-এর সূচক বেড়েছে ১.২ শতাংশ।  শ্রমবাজারে গতি আসায় নভেম্বরেও নীতি সুদহার কমানোর দাবি জোরালো হচ্ছে। আগামী মাসে অনুষ্ঠিতব্য পলিসি মিটিংয়ে সুদহার ০.২৫ ভিত্তি পয়েন্ট কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।</p> <p>গত মাসেই নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট কমিয়েছে ফেডারেল রিজার্ভ। সূত্র : সিএনএন, এপি</p> <p> </p>