<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিগগিরই সংস্কারের বিষয়ে একটি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিস্তৃত রূপরেখা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দেবেন বলে জানিয়েছেন তাঁর বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, ক্ষমতা স্থানান্তর কিভাবে ঘটবে তা-ও এই রূপরেখায় অন্তর্ভুক্ত থাকবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় পার্টি, ইসলামী দলসহ দুই ডজনের বেশি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহফুজ আলম বলেন, প্রধান উপদেষ্টা মূলত সংস্কারের একটি কাঠামো দেবেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এবং উপপ্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহফুজ বলেন, রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে জানাবে তারা সরকারকে কতটা যৌক্তিক সময় দেবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, প্রধান উপদেষ্টা মূলত রাজনৈতিক দলগুলোর কথা শুনতে চেয়েছিলেন তারা কী ধরনের সংস্কার চায়। বৈঠকে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে তিনি খুব শিগগির এই কাঠামো উপস্থাপন করবেন। তিনি আশ্বস্ত করেন যে সবার মতামতের ভিত্তিতে সংস্কার ও দীর্ঘস্থায়ী পরিবর্তনের বিষয়ে বৃহত্তর জাতীয় ঐকমত্য তৈরি করা হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রেসসচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে বলেন, জাতির সংস্কারের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ এবং এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে সংবিধানের সংশোধনসহ সংস্কারের বিষয়ে তারা কী চায় তার রূপরেখা দিয়ে সুনির্দিষ্ট এবং লিখিত প্রস্তাব দিতে বলেছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রেসসচিব বলেন, যুক্তিসংগত সময় নির্ভর করবে সংস্কার প্রস্তাবের ওপর এবং তা এখনই বলা যাবে না। কেউ একটি নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে কথা বলেনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শফিকুল আলম বলেন, সবাই অধ্যাপক ইউনূসের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করে। দলগুলো সুনির্দিষ্ট ও দীর্ঘস্থায়ী সংস্কার চেয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রেসসচিব বলেন, ইসলামিক দলগুলো তাদের বিরুদ্ধে ৩০০টি মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তাদের কতজন লোক মারা গেছে তা জানতে ২০১৩, ২০১৬ ও ২০২১ সালের ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত চেয়েছে।</span></span></span></span></p>