<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রক্ষণশীল সৌদি আরবে ক্রমেই ক্ষমতাশালী হয়ে উঠছেন নারীরা। এর পেছনে চেঞ্জমেকার হিসেবে দায়িত্ব পালন করছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। পাঁচ বছরেই তিনি বদলে দিয়েছেন মরুর এই দেশটিকে। দেশটির মোট জনসংখ্যার অর্ধেক নারী। পশ্চিমাদের সঙ্গে তাল মেলাতে ২০৩০ সালের মধ্যে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে রক্ষণশীল দেশটি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারীর ক্ষমতায়নে এরই মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সেখানে। সৌদি সরকারের সর্বোচ্চ পরিষদ সুরা কাউন্সিলসহ গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন নারীরা। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন তাঁরা। বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে, গত পাঁচ বছরে কর্মসংস্থানের ২২ শতাংশ দখলে নিয়েছেন সৌদি নারীরা। ভবিষ্যতে এ হার আরো বাড়বে বলে আভাস পাওয়া গেছে। দেশটি জি২০ বা গ্রুপ অব টোয়েন্টির ফ্রেমওয়ার্কের আওতায় ডব্লিউ২০ নামে একটি কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, জি২০ বা গ্রুপ অব টোয়েন্টি হচ্ছে কতগুলো দেশের একটি ক্লাব, যারা বিশ্ব অর্থনীতির বিষয়ে পরিকল্পনার জন্য আলোচনা করতে বৈঠক করে এবং বিশ্ব সম্পদের সিংহ ভাগই যাদের নিয়ন্ত্রণে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৌদি আরবে নারীর ক্ষমতায়ন নিয়ে ১৯৬৩ সাল কাজ করছে আল-নাহদা সোসাইটি। বর্তমানে এই সংগঠনটির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন মিজনাহ আল-ওআমির। সম্প্রতি এরাব নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এই নারী উদ্যোক্তা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জি২০ সংলাপে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নারীইস্যুগুলোর গুরুত্ব নিয়ে কথা বলেন। তিনি বলেন, সিদ্ধান্ত তৈরির ক্ষেত্রে নারীর ভূমিকাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। এটা করা হলে নারীর অর্থনৈতিক বাস্তবতার ওপর প্রভাব ফেলবে। এ দেশের নারীসমাজ এখন লৈঙ্গিক সমতার পাশাপাশি অর্থনৈতিকভাবে অধিকতর ক্ষমতা প্রত্যাশা করছে। তারা চায়, সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীর বিষয়টি যেন সক্রিয়ভাবে বিবেচনায় আনা হয়।  তাঁর ভাষায়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের এটা নিশ্চিত করতে হবে যে নারীরা যেন তাঁদের চাহিদার কথা জোরালোভাবে উচ্চারণ করতে পারে, অর্থনৈতিক মানচিত্রে তাঁদের আগ্রহের কথাগুলো মুক্তভাবে তুলে ধরতে পারে। আর এসব কথা জড়তা ছাড়া বলার মতো পরিবেশ নিশ্চিত করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : এরাব নিউজ</span></span></span></span></span></p>