<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত ও আরো ১৮ জন আহত হয়েছেন। প্রদেশটির কালাত জেলার জোহান পার্বত্য এলাকায় গত শনিবার এ ঘটনা ঘটে বলে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) জানায়, শাহ মারদানের কাছে নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্ত্রাসীরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ছয় </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্ত্রাসী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিহত ও আরো চারজন আহত হন। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলে আর তাতে সাত সেনা নিহত হন। ফন্ট্রিয়ার কোরের (এফসি) শাহ মারদান চেকপোস্টে বিচ্ছিন্নতাবাদীরা রকেট, হাত বোমা ও ভারী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে আইএসপিআর জানিয়েছে। কালাত বিভাগের কমিশনার নাঈম বাজি পাকিস্তানি গণমাধ্যম ডনকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভোররাতে চালানো এ হামলায় ওই চেকপোস্টে মোতায়েন সাত সেনা নিহত ও আরো ১৮ জন আহত হয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি জানান, নিহত ব্যক্তিদের মৃতদেহ ও আহতদের বেলুচিস্তানের রাজধানী কোয়েটার সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। নিষিদ্ধঘোষিত বালুচ লিবারেশন আর্মি চেকপোস্টে হামলার দায় স্বীকার করেছে। সূত্র : ডন, এএফপি</span></span></span></span></span></p>