<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনকে সহায়তা করা নিয়ে পশ্চিমাদের আবারও হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল রবিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এই হুমকি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও দেশটির ন্যাটো মিত্ররা ইউক্রেনকে দূরপাল্লার পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালাতে সহায়তা করলে কিভাবে জবাব দেওয়া হবে তা নিয়ে কাজ করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনে দুই বছরের বেশি সময় চলমান যুদ্ধটি শীতল যুদ্ধের পর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সবচেয়ে বড় সংঘাত সৃষ্টি করেছে। রুশ কর্মকর্তারা বলছেন, যুদ্ধ এখন সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে। রাশিয়া কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের সতর্ক করে আসছে। তারা যদি ইউক্রেনকে রুশ ভূখণ্ডে গভীর আঘাত হানার অনুমতি দেয়, তাহলে মস্কো এটিকে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। ১২ সেপ্টেম্বর পুতিন বলেছিলেন, এ ধরনের পদক্ষেপ পশ্চিমা সামরিক জোট ন্যাটো, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সরাসরি যুদ্ধে জড়িত হওয়ার সমান। কারণ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ন্যাটোর সামরিক অবকাঠামো এবং কর্মীরা অংশ নেবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : এনডিটিভি</span></span></span></span></span></p>