<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিপিন্সে</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ক্রান্তীয় ঝড় ট্রামির তাণ্ডবে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ঝড়ের কবলে পড়ে বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছে। গতকাল রবিবার দেশটির কর্মকর্তারা এ কথা জানান। উদ্ধারকারীরা উপকূলীয় এলাকার বিভিন্ন হ্রদ ও বিচ্ছিন্ন গ্রামগুলোতে নিখোঁজদের সন্ধানে অভিযান পরিচালনা করছেন। গত বৃহস্পতিবার ফিলিপিন্সে তাণ্ডব চালায় ঝড় ট্রামি। ঝড়ের দাপটে পাঁচ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়। ঝড়ের পরপর দেশটিতে অন্তত ৪২ জনের মৃত্যুর খবর আসে। সময়ের সঙ্গে সঙ্গে ঝড়ে ক্ষয়ক্ষতি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ও মৃতের</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংখ্যা</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাড়ার খবর আসছে। চলতি বছর যত ঝড় ফিলিপিন্সে আঘাত হেনেছে, তার মধ্যে ট্রামিই সবচেয়ে প্রাণঘাতী। এদিকে ফিলিপিন্সে তাণ্ডব চালিয়ে গতকাল রবিবার ভিয়েতনামে আঘাত হেনেছে ট্রামি। দেশটির</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কর্তৃপক্ষ</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রামির</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রভাবে ভারি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বৃষ্টিতে ব্যাপক বন্যার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। সূত্র : এএফপি, আলজাজিরা</span></span></span></span></span></p>