<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো এক হাজার ১৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে রোগটিতে মৃত্যু হয়েছে তিনজনের। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন রোগীদের নিয়ে অক্টোবরের ২৮ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ১৭০ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ১১৭ জনের। আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যা আগের সব মাসকে ছাড়িয়ে গেছে। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৮ হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়, মৃত্যু হয় ৮০ জনের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৪০৫ জন, ঢাকা বিভাগে ১৬, চট্টগ্রাম বিভাগে ১৪০, বরিশাল বিভাগে ৮২, খুলনা বিভাগে ১৩৬, ময়মনসিংহ বিভাগে ৩১৭, রাজশাহীতে ৭১, রংপুর বিভাগে ২৬ ও সিলেট বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮ হাজার ১০৮ জন। এর মধ্যে ঢাকা মহানগরের বাইরে ৩৩ হাজার ৭০৯ জন ও ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ হাজার ৩৯৯ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ১৬ থেকে ৩০ বছর বয়সীরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮০ জনের। সবচেয়ে বেশি ১৩৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। এরপর ৪০ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে।</span></span></span></span></span></p>