<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনে রাশিয়ার পক্ষে সম্মুখ সারিতে হাজার হাজার সেনা মোতায়েনের ব্যাপারে উত্তর কোরিয়ার সিদ্ধান্ত মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের বিতর্কিত সামরিক জোটকে আরো শক্তিশালী করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এরই মধ্যে উত্তর কোরিয়ার স্পেশাল ফোর্সের অন্তত দেড় হাজার সেনা রাশিয়ায় অবস্থান করছে। অল্প সময়ের মধ্যে তারা ইউক্রেনে গিয়ে সম্মুখ সারিতে যুদ্ধে অংশ নেবে। আরো কয়েক হাজার সেনা সম্মুখ সারিতে যুদ্ধে অংশ নেবে অচিরেই। গত জুনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার সম্পাদিত চুক্তির জেরে ওই সেনারা রাশিয়ার হয়ে লড়াইয়ে নামছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন বলেন, ইউক্রেনে সম্মুখযুদ্ধে সেনা পাঠানোর অর্থ হলো উত্তর কোরিয়া কখনো আক্রমণ কিংবা সংকটের সম্মুখীন হলে রাশিয়ার হস্তক্ষেপ বা সামরিক সহায়তা স্বয়ংক্রিয়ভাবে পাবে। উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করার বিষয়টি প্রমাণ করে যে, পুতিন-কিম সম্পর্ক আসলে কতটা দৃঢ়। পিয়ংইয়ং থেকে পাঠানো সেনা মস্কোকে অধিকৃত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে বা আরো অঞ্চল দখলে সহায়তা করতে পারে বলেও মনে করেন তিনি। সূত্র : এএফপি</span></span></span></span></p>