<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরানের সঙ্গে সম্পর্ককে মস্কো অগ্রাধিকার দেয়। দ্বিপক্ষীয় এই সম্পর্ক খুব সফলভাবে বিকাশ লাভ করছে। দুই দেশ আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয়ভাবে একসঙ্গে কাজ করছে। বিশ্বের ঘটনাগুলো সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি প্রায় একই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গতকাল শুক্রবার তুর্কমেনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে এই কথা বলেন পুতিন। মধ্য এশিয়ার দেশটিতে আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে প্রথমবারের মতো এই বৈঠক করেন পুতিন ও পেজেশকিয়ান। বৈঠকে তাঁরা লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরানের প্রেসিডেন্ট বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরান ও রাশিয়ার মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক মঞ্চে আমাদের অবস্থান একই রকম। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত। এই পরিস্থিতি শান্ত করতে চায় না যুক্তরাষ্ট্র ও ইউরোপ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পশ্চিমাদের মদদে ইসরায়েল বোমা হামলা চালিয়ে বেসামরিক মানুষকে হত্যা করছে বলে অভিযোগ করেছেন পেজেশকিয়ান। সূত্র : এএফপি</span></span></span></span></p>