<p><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">লেবাননের</span> হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গতকাল শুক্রবার ব্যাপক পাল্টাপাল্টি হামলা হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতসহ ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে শতাধিক রকেট ছুড়ে কড়া জবাব দিয়েছে। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। উভয় পক্ষের লড়াইয়ে মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন দেশ।</p> <p>ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের যুদ্ধবিমানগুলো হিজবুল্লাহর ১০০টির বেশি রকেট লঞ্চারে আঘাত হেনেছে। পাশাপাশি অস্ত্রের গুদামেও হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহ <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">গোষ্ঠীর</span> সঙ্গে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">উত্তেজনা</span> ঘিরে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ‘আমরা যুদ্ধের নতুন ধাপ শুরুর পর্যায়ে রয়েছি ।’</p> <p>ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় দুপুর ১টার দিকে লেবানন থেকে রকেট হামলা শুরু হয়। এক ঘণ্টার মধ্যে প্রায় ১৪০টি রকেট এসে পড়ে। হিজবুল্লাহ বলেছে, দক্ষিণ লেবাননে তাদের ঘাঁটিতে হামলার প্রতিশোধ নিতেই ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে তারা রকেট হামলা চালিয়েছে। লেবাননে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">যোগাযোগ</span> যন্ত্র <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">দিয়ে</span> নাশকতামূলক হামলা ঘিরে উত্তেজনা বিরাজ করছে। গত মঙ্গলবার <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">থেকে</span> পেজার, ওয়াকিটকিসহ বিভিন্ন যোগাযোগের যন্ত্রে বিস্ফোরণে দেশটিতে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। এসব ইলেকট্রনিক পণ্যে এমন বিস্ফোরণের নেপথ্যে ইসরায়েল জড়িত বলে অভিযোগ তুলেছে হিজবুল্লাহ। ইসরায়েল অবশ্য লেবাননের যোগাযোগযন্ত্রে বিস্ফোরণের ঘটনা নিয়ে কোনো <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">মন্তব্য</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">করেনি।</span> টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন<span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif">, </span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">পেজার</span> ও ওয়াকিটকি বিস্ফোরণ সব সীমা ছাড়িয়ে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">গেছে।</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এই</span> আক্রমণ <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সব</span> আইন, নৈতিকতা ও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।</p> <p><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">লেবাননে</span> হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন দেশ। রাশিয়া বলেছে, লেবাননে বড় মাত্রার সামরিক আক্রমণ হলে তা পুরো মধ্যেপ্রাচ্যের নিরাপত্তায় বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। লেবাননে যোগাযোগযন্ত্রে বিস্ফোরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘ঠাণ্ডা প্রতিক্রিয়া’ আর ‘নিষ্ক্রিয়তা’কে আতঙ্কজনক বলেছে কাতার। যোগাযোগযন্ত্র বিস্ফোরণ নিয়ে দেশটির আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী আল-খাতার বলেছেন, এটি শুধু লেবানন, ইসরায়েল বা গাজাবিষয়ক ঘটনা নয়। এটি সমসাময়িক যুদ্ধে নতুন মাত্রা যোগ হওয়ার বিষয় বোঝাচ্ছে। ইসরায়েলের সঙ্গে সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী সব পক্ষকে শান্ত <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">হতে</span> আহ্বান জানিয়েছে। শান্তিরক্ষী বাহিনীর লেবাননে অন্তর্বর্তী বাহিনী ইউএনআইএফআইএল গতকাল স্থানীয় সময় সকালে বলেছে, গত ১২ ঘণ্টা লেবানন-ইসরায়েল সীমান্তজুড়ে এবং সংঘাতের এলাকায় শত্রুতা তীব্র থেকে তীব্রতর হতে দেখা গেছে। ইউএনআইএফআইএলের মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি বলেন, ‘ব্লু লাইনজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং সব পক্ষকে অবিলম্বে এই সংঘাত কমানোর অনুরোধ করছি।’ মধ্যপ্রাচ্যে এই সংকট নিয়ে গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা করার কথা রয়েছে। মধ্যপ্রাচ্য নতুন বিপদের মুখে রয়েছে জানিয়ে নরওয়ে ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে।</p> <p>যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র অবিলম্বে ইসরায়েল ও হিজবুল্লাহকে লড়াই থামিয়ে সংযত থাকার আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে এক ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সম্ভাব্য</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">উত্তেজনা</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বৃদ্ধির</span> বিষয়ে ভীত ও উদ্বিগ্ন। সূত্র : বিবিসি, এএফপি, আলজাজিরা</p>