<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজায় একটি নিরাপদ অঞ্চলে গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ছাড়া ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এ কথা জানায়। সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, তাঁরা হতাহতদের উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছেন। বাস্ত্যুচুত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মানুষের তাঁবুগুলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা আল মাওয়াসি এলাকায় হামাসের একটি আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় তিনটি গভীর গর্ত তৈরি হয়েছে। একটি পুরো পরিবার বালুর তলায় হারিয়ে গেছে। গাজায় সামরিক আক্রমণ শুরুর প্রথম দিকে খান ইউনিস শহরের পশ্চিমে আল মাওয়াসি এলাকাটিকে মানবিক অঞ্চল হিসেবে ইসরায়েল নিজেই ঘোষণা করেছিল। ইসরায়েলি হামলার মুখে গাজার হাজার হাজার মানুষ এলাকাটিতে আশ্রয় নিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী মাঝেমধ্যেই এলাকাটির ভেতর এবং এর আশপাশে অভিযান চালিয়েছে। সূত্র : এএফপি</span></span></span></span></p>