<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকা শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ এই উপত্যকায় প্রতি ৩০ মিনিটে একটি শিশু প্রাণ হারাচ্ছে। গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ১৭ হাজার ৪০০ শিশু নিহত হয়েছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘ জানায়, ইসরায়েলি হামলায় অনেক শিশুই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। তাই এখনো কয়েক হাজার শিশুর কোনো সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে বেশির ভাগই নিহত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া যেসব শিশু বেঁচে আছে তাদের মধ্যে অনেকেই একাধিক যুদ্ধের আঘাত সহ্য করেছে এবং ইসরায়েলি অবরোধের প্রভাব নিয়েই তারা জীবন কাটিয়ে দিচ্ছে। জন্ম থেকেই তাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকার লড়াই করে যেতে হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজায় নিহত শিশুদের মধ্যে ৭১০ শিশুর বয়সই এক বছরের কম। এ ছাড়া এক থেকে তিন বছরের এক হাজার ৭৯৩ শিশু নিহত হয়েছে। চার থেকে পাঁচ বছর বয়সী এক হাজার ২০৫ জন শিশু, ছয় থেকে ১২ বছর বয়সী চার হাজার ২০৫ জন এবং ১৩ থেকে ১৭ বছর বয়সী তিন হাজার ৪৪২ জন শিশু নিহত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজায় গত এক বছরের বেশি সময়ে ৪৩ হাজার ৯৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক লাখ চার হাজার আটজন। অপরদিকে গত ৭ অক্টোবর হামাসের হামলায় গাজায় নিহত হয় এক হাজার ১৩৯ জন এবং আরো দুই শতাধিক মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে, হামাসের হাতে জিম্মি নাগরিকদের মুক্তির জন্য ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি যারা বন্দি ইসরাইলিদের মুক্ত করতে সহায়তা করবে তাদের যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে বেরিয়ে আসার পথও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে, কাতারের দোহা ছেড়েছেন গাজার বাইরে অবস্থান করা সবচেয়ে জ্যেষ্ঠ হামাস নেতা এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির মধ্যস্থতাকারী দলের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। কাতার সরকার ও একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : আলজাজিরা, বিবিসি</span></span></span></span></span></p>