<p>লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ইসরায়েলের এক হামলায় ছয়জন নিহত হয়েছে, যার মধ্যে তিন শিশু ও লেবাননে অবস্থিত বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবিরের এক যোদ্ধার ছেলেও রয়েছেন। এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।</p> <p>ফিলিস্তিনি শিবিরের এক কর্মকর্তা এএফপিকে আগে জানিয়েছিলেন, ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলীয় সাইডন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল-হেলওয়েহ শিবিরে শীর্ষস্থানীয় ফিলিস্তিনি যোদ্ধার ছেলের বাড়িতে হামলা করা হয়েছিল। নাম না প্রকাশের শর্তে তিনি বলেন, ‘ইসরায়েলি হামলায় মুনির মাকদাহর ছেলের বাড়ি লক্ষ্য করা হয়েছে।’</p> <p>ইসরায়েল মুনির মাকদাহকে লেবাননে ফাতাহর সশস্ত্র শাখার প্রধান হিসেবে অভিযুক্ত করেছে। তিনি হামলার সময় বাড়িতে ছিলেন কি না, তা স্পষ্ট নয়।</p> <p>ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, মুনিসের ছেলে হাসান মাকদাহ ও তার স্ত্রী এবং আরো একজন নারী ও তিন শিশু নিহত হয়েছে।</p> <p>ইসরায়েলি সামরিক বাহিনী আগস্টে জানিয়েছিল, তারা মুনির মাকদাহর ভাই খলিল মাকদাহকে হত্যা করেছে। তাকে লেবাননে সশস্ত্র শাখার ‘নেতাদের একজন’ হিসেবে চিহ্নিত করেছিল ফাতাহ। ইসরায়েল তার বিরুদ্ধে পশ্চিম তীরে হামলা পরিচালনা ও অস্ত্র পাচারের অভিযোগ করেছিল, যেখানে ফাতাহ অবস্থিত। একই সঙ্গে তার বিরুদ্ধে ইরানি বাহিনীর সঙ্গে সহযোগিতার অভিযোগও আনা হয়েছিল।</p> <p>এই হামলাটি লেবাননে ফিলিস্তিনি সশস্ত্র দলগুলোর নেতা বা সদস্যদের লক্ষ্য করে চালানো সর্বশেষ হামলা।</p> <p>এদিকে ধর্মনিরপেক্ষ বামপন্থী দল পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) বলেছে, সোমবার ভোরে বৈরুতের কোলা জেলায় এক হামলায় তাদের তিন সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া ফিলিস্তিনি সশস্ত্র দল হামাস জানিয়েছে, তাদের লেবাননভিত্তিক নেতা একই দিনে দক্ষিণ লেবাননের আল-বাস শিবিরে তার বাড়িতে এক বিমান হামলায় নিহত হন।</p> <p>এর আগে আগস্টের শুরুতে সাইডনে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার সামের আল-হাজ নিহত হন।</p>