<p>নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিল আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ ঘোষণার দুইদিনের মধ্যেই এই ঘোষণা দেওয়া হলো। আপের পক্ষ থেকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম ঘোষণা করা হয়েছে। </p> <p>নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগের বিষয়ে এদিন দিল্লির রাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে বৈঠক হয় কেজরিওয়ালের। এরপরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কেজরিওয়াল। দলের বিধায়কদের সঙ্গে বৈঠক হয়। তারপর ঘোষণা করা হয় অতিশি মারলেনা নাম। এতদিন দিল্লির শিক্ষামন্ত্রী ছিলেন অতিশি। পাশাপাশি গণপূর্ত ও রাজস্ব দপ্তর ছিল তাঁর হাতে।</p> <p>এর আগে গত রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আপপ্রধান কেজরিওয়াল বলেন, ‘দুই দিন পরে আমি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব। যত দিন না জনগণের রায় পাচ্ছি, তত দিন আমি এই আসনে আর ফিরব না।’</p> <p>কেজরিওয়ালের এই ঘোষণার পরই বিজেপি শিবির থেকে বিভিন্ন কটাক্ষ ভেসে আসতে থাকে। পদত্যাগ করতে তিনি দুই দিন সময় নিচ্ছেন, সে নিয়েও প্রশ্ন তোলে বিজেপি। আপ প্রধানের সিদ্ধান্তকে একটি ‘রাজনৈতিক নাটক’ হিসেবেই ব্যাখ্যা করেছে পদ্মশিবির। কেজরি জানান, জনগণ ‘সততার সনদ’ না দেওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে এবং সিসোদিয়া উপমুখ্যমন্ত্রী পদে বসবেন না।</p> <p>প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কেজরিওয়াল। অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেপ্তার হয়ে প্রায় ছয় মাস তিহার জেলে ছিলেন তিনি। গত শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে জেলমুক্তি ঘটেছে আপপ্রধানের। তার পরই গত রবিবার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার কথা জানান কেজরিওয়াল।</p> <p>সূত্র : দ্য ওয়াল</p>