<p>নিজ দলের জয় দেখতেই সমর্থকেরা মাঠে আসবেন এটাই স্বাভাবিক। তবে প্রতি ম্যাচেই যে সেই সৌভাগ্য জুটবে তাদের কপালে এমন নিশ্চয়তা নেই। আর শক্তি-সামর্থ্যর বিচারে যদি দলটি অন্যদের তুলনায় খর্ব শক্তির হয় তাহলে তো সেই দলের সমর্থকদের জন্য জয় দেখা ‘সোনার হরিণের’ মতোই।</p> <p>লা লিগায় তেমনি এক তথৈবচ অবস্থায় রিয়াল ভায়োদোলিদ। লিগে সর্বশেষ ৬ ম্যাচে জয় নেই একটিতেও। উল্টো হার ৫ ম্যাচে। যার সর্বশেষটিতে প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। এমন বাজে হারের পর তাই ক্ষিপ্ত সমর্থকেরা। ক্লাবটির মালিক রোনালদো নাজারিওর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছেন তারা। ম্যাচ শেষ হওয়ার আগে তাই ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকারকে উদ্দেশ্যে করে ব্যানারের মাধ্যমে নিজেদের অসন্তুষ্টির কথা প্রকাশ করেন সমর্থকেরা। যাতে লেখা ছিল, ‘রোনালদো, বাড়ি ফিরে যাও।’<br />  <br /> লিগে এতটাই বাজে অবস্থা যে মৌসুম শেষে অবনমন হতে পারে ভায়োদোলিদের। ১৫ ম্যাচে মাত্র দুই জয়ে ৯ পয়েন্ট নিয়ে সবার শেষে তারা। সর্বশেষ হারের পর তাই কোচের চাকরি হারিয়েছেন বিগত তিন মৌসুম ধরে দায়িত্ব পালন করা পাউলো পেজ্জোলানো। তাকে বরখাস্ত করে এক বিবৃতিতে ভায়োদোলিদ লিখেছে, ‘রিয়াল ভায়াদোলিদ ও পাউলো পেজ্জোলানোর পথ আলাদা হয়ে গেছে। পুসেলাতে (ভায়াদোলিদের ডাক নাম) আর থাকছেন না তিন মৌসুম ধরে ৭০ ম্যাচ ডাগআউট সামলানো এই উরুগুইয়ান কোচ।’</p> <p>এই মৌসুমেই শীর্ষ লিগে ফিরেছে ভায়োদোলিদ। কিন্তু এক মৌসুম শেষে আবারো অবনমনের শঙ্কায় তারা। ২০১৮ সালে ক্লাবটির অংশীদারিত্ব কেনেন রোনালদো।</p>