<p>টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলে আগেই অভিষেক হয়েছে মুরাদ হাসানের। বাঁহাতি স্পিনার এখন অপেক্ষায় আছেন টেস্টে সুযোগ পেতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে তা হয়েও যেতে পারে। তবে তার আগে পারফরম্যান্স দিয়ে কোচিং প্যানেলের ওপর একটু চাপও দিয়ে রাখলেন তিনি।</p> <p>অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত একাদশের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মুরাদ। দুই ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে হ্যাটট্রিক তুলে নিয়েছেন ২৩ বছর বয়সী স্পিনার। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে এই কীর্তি গড়েছেন তিনি। তার বোলিং ইনিংস দাঁড়ায় ১.৪-০-১-৩। </p> <p>মুরাদের হ্যাটট্রিকের পরেই ম্যাচটি ড্র মেনে নেয় দুই দলের অধিনায়ক। নিজেদের ইনিংসে ক্যারিবিয়ানরা ৯ উইকেটে করে ৮৭ রান। অর্থাৎ, প্রতিপক্ষের এমন স্কোর জানাচ্ছে মূল ম্যাচের আগে প্রস্তুতিটা দারুণভাবেই সেরেছে বাংলাদেশের বোলাররা। সমান দুইটি করে উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এর আগে বৃষ্টির কারণে দিনের খেলাও শুরু হয় দেরিতে। দ্বিতীয় দিন মাত্র ২৫.৪ ওভার খেলা হয়।</p> <p>এর আগে টস জিতে ব্যাটিংয়েও ভালো প্রস্তুতি সেরেছে বাংলাদেশের ব্যাটাররা। শুরুর ৯ ব্যাটারের মধ্যে শুধু ওপেনার মাহমুদুল হাসান জয়ই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ইনিংসে অবশ্য কোনো ব্যাটার ফিফটিও করতে পারেননি। সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন জাকের আলি। একইভাবে ৪১ রানের ইনিংস খেলে অন্যদের সুযোগ দেন মাহিদুল ইসলাম অঙ্কনও। আগামী শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। </p>