<p style="text-align:justify">তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তবে আজ তারা সড়ক অবরোধ না করে কলেজের ভেতরেই অবস্থান করছেন। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য।</p> <p style="text-align:justify">জানা গেছে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এবিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানোর আগ পর্যন্ত পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন তারা। তবে সিদ্ধান্ত নেতিবাচক হলে ফের সড়ক অবরোধ করতে পারেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।  </p> <p style="text-align:justify">এদিকে সকালে পুলিশ কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলেও পরে শিক্ষার্থীদের আপত্তির মুখে তারা বাইরে অবস্থান নেন।  বিষয়ে বনানী থানার ওসি মো. রাসেল বলেন, শিক্ষার্থীরা আজ কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। সড়ক অবরোধ করে তাদের আজ কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।  </p> <p style="text-align:justify">এর আগে গতকাল সোমবার সাড়ে চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর আড়াই ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যায় আবার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিন চলন্ত ট্রেনে শিক্ষার্থীদের ছোড়া ঢিলে শিশুসহ ৫ যাত্রী আহত হন।</p>