<p>নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সমালোচনা চলছেই। দলের বাজে পারফরম্যান্সের খেসারতও দিতে হচ্ছে তাকে। বিসিসিআই তার ক্ষমতা সীমিত করতে পারে বলে সংবাদ প্রকাশ করছে ভারতের সংবাদমাধ্যম। </p> <p>ভারতের কোচ হওয়ার সময় গম্ভীর যেসব শর্ত জুড়ে দেন, তার একটি ছিল দল নির্বাচনে তার মতামতকে গুরুত্ব দিতে হবে। কোচ হওয়ার পর গম্ভীরকে বাড়তি সেই সুবিধা দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড় যা সুবিধা পাননি, তা-ই পেয়েছিলেন তিনি।অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে তার জোরাজুরিতেই হার্ষিত রানা ও নীতীশ রেড্ডিকে দলে নিয়েছে ভারত। </p> <p>জানা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন বোর্ডার-গাভাস্কার সিরিজে অগ্নিপরীক্ষা দেবেন গম্ভীর। এই সিরিজ না জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মিস করবে ভারত। এমনটা হলে এর পরের সিরিজ থেকে কেড়ে নেওয়া হবে গম্ভীরের ক্ষমতা। সে ক্ষেত্রে দল নির্বাচনে আর গ্রাহ্য করা হবে না তার মতামত। নির্বাচকদের ওপরেই ভরসা করতে হবে তাকে।</p>