<p>লেফট উইংয়ে বল পায়ে তার বিচরণ বেশ প্রশংসা কুড়িয়েছে। এবারের সাফে পাকিস্তান ম্যাচে বেশ কয়েকটি ক্রস বক্সে ফেললেও সেন্টার বক্সে কেউ মাথা কিংবা পা ছোঁয়াতে পারেনি। ভারত ম্যাচেও প্রচেষ্টা অব্যাহত রাখেন ঋতুপর্ণা চাকমা, এবার অবশ্য সাফল্য মেলে। তার ক্রসেই তহুরা খাতুন করেন গোল। নিজে গোল না পেলেও অ্যাসিস্ট করতে বেশি ভালোবাসেন ঋতু। তবে গোল করতে পারলে তো সবারই ভালো লাগা কাজ করে। ঋতুও সেটাই চান, তবে আক্ষেপের সুরে বললেন, গোল তার কপালে নেই বলে।</p> <p>আজ সকালে আনফা কমপ্লেক্সে অনুশীলনের পর ঋতুপর্ণা বলেছেন, ‘আমি অ্যাসিস্ট করতে বেশি পছন্দ করি। ভারত ম্যাচে আমার ক্রস কাজে লাগাতে পেরেছে বলে খুবই ভালো লাগছে। আমিও চেষ্টা করি গোল করার, কিন্তু গোল আমার কপালে জোটে না।’</p> <p>নিজে গোল না পেলেও সেটা নিয়ে বেশি ভাবনার কিছু নেই বলে জানান তিনি। বলেন- ‘সবটাই মাঠের পরিস্থিতির ওপর নির্ভর করে। গোল পাব কি পাব না সেটা কেউ বলতে পারবে না। এটা কোনো ব্যাপার না।’</p> <p>এ বছরই ভুটানের ক্লাব রয়েল থিম্পু এফসির হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ঋতুপর্ণা। ২৭ অক্টোবর সেমিফাইনালে সেই ভুটানের বিপক্ষে খেলবেন তারা। চেনা প্রতিপক্ষ হলে ম্যাচ কঠিন হবে। বলেছেন ঋতুপর্ণা। ঋতু বলেন, 'ভুটানের অনেকেই আমাকে চেনে, আমিও চিনি। ওরা অনেকটা উন্নতি করেছে। তারা আমাদের সম্পর্কে জানে, আমরাও জানি। চেষ্টা করব পরিকল্পনা অনুযায়ী খেলার। শত্রু তো শত্রুই, মাঠের মধ্যে আবার কিসের বন্ধুত্ব।'</p>