<p>ইউনিস খানের নেতৃত্বেই ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানকে একমাত্র বিশ্বকাপ এনে দেওয়া সেই ইউনিসের কাঁধেই এবার আরেকটি ট্রফি এনে দেওয়ার দায়িত্ব পড়েছে। তবে সেটা পাকিস্তানের হয়ে অধিনায়ক কিংবা কোচ কোনোটির  ভূমিকাতেই নয়, বাংলা টাইগার্সের হয়ে কোচ হিসেবে দায়িত্বটা পেয়েছেন ফ্রাঞ্চাইজি লিগে।</p> <p>গতকাল আবুধাবি টি-টেন লিগকে সামনে রেখে ইউনিসকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে বাংলা টাইগার্স। এতে করে তার অধীনে আসছে টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্যে নামবেন সাকিব আল হাসান-তাওহিদ হৃদয়-রশিদ খানরা। পাকিস্তানের সাবেক অধিনায়ককে নিয়োগ দেওয়ার বিষয়টি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তারা লিখেছে, ‘আবুধাবি টি-টেন সেশন ৮-এ প্রধান কোচ হিসেবে কিংবদন্তি ইউনিস খানের নাম ঘোষণা করতে পেরে বাংলা টাইগার্স সম্মানবোধ করছে।’</p> <p>এর আগে কখনোই কোনো দলের হয়ে প্রধান কোচের দায়িত্ব পালন করেননি ইউনিস। তবে পাকিস্তান এবং আফগানিস্তান জাতীয় দলের হয়ে ব্যাটিং কোচের ভূমিকায় ছিলেন পাকিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক। আগামী ২১ নভেম্বর নতুন অভিজ্ঞতা নিতে যাচ্ছেন তিনি। ১০ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ২ ডিসেম্বর।</p>