<p>চোট কাটিয়ে ফেরায় আর্জেন্টিনার হয়ে দারুণ কিছুই হয়তো করতে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ভেনেজুয়েলার মাঠ সেটা হতে দেয়নি। দোষটা অবশ্য ভেনেজুয়েলারও নয়, বেরসিক বৃষ্টি নামলে তাদেরই বা আর কী করার থাকে। তবে ভেজা মাঠে ম্যাচ খেলায় হতাশা প্রকাশ করেছেন মেসি।</p> <p>ভেনেজুয়েলার বিপেক্ষ শুরুতে এগিয়ে গিয়েও শেষ ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিদের। এই ড্রটা যেন মানতে পারছেন না আর্জেন্টিনার অধিনায়ক। স্তাদিও মাতুরিনের মাঠ নিয়ে ম্যাচ শেষে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসিকে অসন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, ‘এটা খুব কঠিন ছিল। খুবই কদর্য এক ম্যাচ হয়েছে। আমরা টানা দুটি পাস সম্পূর্ণ করতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডানদিকে কিছুটা করা গেলেও খেলাটা কঠিন ছিল। খুব কম খেলা গেছে। যা করতে চেয়েছি তা মাঠের কারণে করতে পারিনি।’</p> <p>হতাশা প্রকাশ করেছেন মিডফিল্ডার রদ্রিগো দি পলও। তিনি বলেছেন,‘আমরা ফুটবলটা খেলতে পারিনি।’ অন্যদিকে রেফারির প্রতি ক্ষুব্ধ হয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন,‘ফুটবল ম্যাচ খেলার নূন্যতম শর্তও মানা হয়নি। এভাবে আপনি খেলতে পারেন না। আমাদের যা করার কথা ছিল তাই করেছি। কিন্তু দুই দলের ম্যাচ খেলার মতো কন্ডিশন ছিল না। রেফারি প্রুতিশ্রুতি দিয়েছিলেন, বল না গড়ালে ম্যাচ বন্ধ করে দেবেন। বল গড়ায়নি এটা স্পষ্ট দেখা গেছে।’ </p> <p>অন্যদিকে চোট কাটিয়ে ম্যাচে ফিরে দারুণ খুশি হয়েছে মেসি। আটবারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘আর্জেন্টিনার হয়ে খেলাটা মিস করছিলাম। ফিরতে পেরে ভীষণ খুশি।’</p>