<p>সময়টা মোটেও ভালো যাচ্ছে না বায়ার্ন মিউনিখের। মাঠের বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার শিকার হচ্ছিল দলটি। কোচ টমাস টুখেল তাঁর চাকরি নিয়ে পড়েছিলেন শঙ্কায়। সেই শঙ্কা সত্যি হলো। ‘সমোঝোতা’র ভিত্তিতে মৌসুম শেষেই বায়ার্ন মিউনিখ ছাড়ছেন টুখেল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ক্লাবটি।</p> <p>এমন দিন দেখতে হবে সেটা মৌসুম শুরুর আগে কি ভেবেছিল বায়ার্ন মিউনিখের সমর্থকরা? হয়তো না। সর্বশেষ ১১ মৌসুমে বুন্দেসলিগার শিরোপা ঘরে তোলা দলটি আধিপত্য দেখাবে―এমন ভাবনা ভেবে থাকাটাই স্বাভাবিক। কিন্তু এবার সব কিছু ওলটপালট হয়ে গেছে। কোনো কিছুই কথা বলছে না বায়ার্নের হয়ে। শীর্ষে থাকা লেভারকুসেনের চেয়ে পিছিয়ে পড়েছে ৮ পয়েন্টে। শিরোপা দৌড়েও তাই অনেকটা পিছিয়ে পড়েছে টমাস টুখেলের দল। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওর কাছেও হেরেছে বায়ার্ন। যার ফলে টমাস টুখেলের চাকরি পড়ে গিয়েছিল শঙ্কায়। শেষ পর্যন্ত সেটাই হলো। উভয় পক্ষের সম্মতিতে চলতি মৌসুম শেষেই বায়ার্ন ছাড়ছেন টুখেল।</p> <p>বিবৃতিতে বায়ার্ন মিউনিখ জানিয়েছে, একটি ভালো ও মুক্ত আলোচনার পর উভয় পক্ষ সিদ্ধান্ত নিয়েছি যে মৌসুম শেষে আমাদের চুক্তি শেষ হচ্ছে।</p> <p>টুখেলের সঙ্গে বায়ার্নের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। কিন্তু এক বছর আগেই শেষ হচ্ছে টুখেলের বায়ার্ন অধ্যায়।</p>