<p>১. সব সেলিব্রিটিই নার্সিসিস্ট।</p> <p>উত্তর : কমবেশি সব সেলিব্রিটি বা জনপ্রিয় ব্যক্তিত্বের মধ্যে কিছু না কিছু নার্সিসিস্টিক ট্রেইট রয়েছে। তবে ট্রেইট থাকলেই DSM-5 অনুযায়ী তাদের NPD রোগী আখ্যা দেওয়া যাবে না। সব সেলিব্রিটি নিয়মিতভাবে ভক্ত বা অধীনকে গ্যাসলাইট বা বুলিং করে না। সেলিব্রিটিদের মধ্যে ম্যাডোনা NPD-তে আক্রান্ত বলে জনশ্রুতি রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথ চেনার উপায় : শেষ পর্ব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/14/1723636663-25948f21d8ce1b44ad59886810690331.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথ চেনার উপায় : শেষ পর্ব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/08/14/1414922" target="_blank"> </a></div> </div> <p><br /> ২. সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথদের যৌনক্ষুধা বেশি থাকে। প্রায়ই তাদের নিষিদ্ধপল্লীতে যেতে হয়।</p> <p>উত্তর : শুধু ভুল নয়, এটি একটি মারাত্মক ভুল ধারণা। সাইকোপ্যাথরা দীর্ঘদিন পর্যন্ত তাদের যৌন চাহিদা পূরণ না করে থাকতে পারে। এমনকি হাই ফাংশনিং অনেক সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথদের মধ্যে যৌনতাকে দুর্বলতা হিসেবে দেখার প্রবণতাও রয়েছে।</p> <p>হাই ফাংশনিং সোশিওপ্যাথের ফিকশনাল উদাহরণ হিসেবে শার্লক হোমসের নাম বলা যায়। তিনি যৌনতায় সময় ব্যয় করাকে সময়ের অপচয় বলে মনে করতেন এবং নিজের শারীরিক চাহিদাকে বছরের পর বছর বাঁধ দিয়ে রাখতে পারতেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাইকো এবং সোশিওপ্যাথ নিয়ে পাঁচ মিথ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/25/1727255923-b84c42e60b605e83493d722bc372b7bb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাইকো এবং সোশিওপ্যাথ নিয়ে পাঁচ মিথ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/25/1428788" target="_blank"> </a></div> </div> <p>যেসব সিরিয়াল কিলার নারী কিংবা যৌনকর্মীদের ধর্ষণ করে হত্যা করত তাদের অধিকাংশের মোটিভ ছিল ‘পৃথিবীর জঞ্জাল পরিষ্কার করা’। কারণ তারা নারীকে পৃথিবীর জন্য অপ্রয়োজনীয় জঞ্জাল মনে করত।</p> <p>৩. ব্রিটেন আর আমেরিকায় সাইকোপ্যাথদের মৃত্যুদণ্ড না দেওয়ার কারণে সাইকোপ্যাথি বেড়ে গেছে।</p> <p>উত্তর : উক্তিটি আংশিক সত্য এবং আংশিক মিথ্যা। ব্রিটেনে মৃত্যুদণ্ড রদ করার পেছনে একটা গল্প আছে। সিনেমার গল্পকেও হার মানিয়ে দেয় এটি।</p> <p>তিরিশ-চল্লিশের দশকে টিমোথি ইভান নামের এক ব্যক্তিকে স্ত্রী-সন্তান হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই মামলায় রাজসাক্ষী ছিল ওই ব্যক্তির প্রতিবেশী জন ক্রিস্টি। মৃত্যুদণ্ড কার্যকর করার বেশ অনেক বছর পর ওই ভবনে একটি গুপ্ত স্থান আবিষ্কৃত হয়। জানা যায়, জন ক্রিস্টি শুধু ওই মা-সন্তানকেই নয় বরং বছরের পর বছর ধরে অসংখ্য মানুষকে হত্যা করে আসা এক ভয়ানক সিরিয়াল কিলার। এই ঘটনাকে ইংল্যান্ডের ইতিহাসে 'Miscarriage of Justice' বলা হয়। এর পর থেকে ব্রিটেনে মৃত্যুদণ্ড বাতিল করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের কিছু স্টেটে মৃত্যুদণ্ড চালু থাকলেও কিছু স্টেটে বিলোপ করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি সাইকোপ্যাথিক হত্যাকারীদের মৃত্যুদণ্ড প্রদানের পক্ষপাতী। মৃত্যুর আগে তাদের জিন এবং ক্রমোসোমাল ম্যাপিং এবং মৃত্যুর পর তাদের মস্তিষ্ক নিয়ে চিকিৎসাবিজ্ঞানের গবেষণা অনেক অনাবিষ্কৃত রহস্যের দ্বার খুলে দেবে। তবে বিচার প্রক্রিয়া নিখুঁত হওয়া বাঞ্ছনীয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাইকো এবং সোশিওপ্যাথ নিয়ে আরও পাঁচ মিথ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/26/1727341350-85d7b285412873de0ffba28afc070a80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাইকো এবং সোশিওপ্যাথ নিয়ে আরো পাঁচ মিথ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/26/1429111" target="_blank"> </a></div> </div> <p>পাঁচ মিথ</p> <p>৪. সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথদের যৌনক্ষুধা বেশি থাকে। প্রায়ই তাদের নিষিদ্ধপল্লীতে যেতে হয়।</p> <p>উত্তর : শুধু ভুল নয়, এটি একটি মারাত্মক ভুল ধারণা। সাইকোপ্যাথেরা গ্রীষ্মদিন পর্যন্ত তাদের যৌন চাহিদা পূরণ না করে থাকতে পারেন। এমনকি হাই ফাংশনিং অনেক সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথদের মধ্যে যৌনতাকে দুর্বলতা হিসেবে দেখার প্রবণতাও রয়েছে।</p> <p>হাই ফাংশনিং সোশিওপ্যাথের ফিকশনাল উদাহরণ হিসেবে শার্লক হোমসের নাম বলা যায়। তিনি যৌনতায় সময় ব্যয় করাকে সময়ের অপচয় বলে মনে করতেন এবং নিজের শারীরিক চাহিদাকে বছরের পর বছর বাঁধ দিয়ে রাখতে পারতেন।</p> <p>যেসব সিরিয়াল কিলার নারী কিংবা যৌনকর্মীদের ধর্ষণ করে হত্যা করতেন তাদের অধিকাংশের মোটিভ ছিল ‘পৃথিবীর জঞ্জাল পরিষ্কার করা’। কারণ তারা নারীকে পৃথিবীর জন্য অপ্রয়োজনীয় জঞ্জাল মনে করতেন।<br />  </p> <p>লেখক :  চিকিৎসক ও কথাসাহিত্যিক</p>