<p style="text-align:justify">বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান ১৩তম। ১২২ একিউআই স্কোর নিয়ে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউ এয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।</p> <p style="text-align:justify">এদিন সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়। ১৯০ একিউআই স্কোর নিয়ে বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এর পরে রয়েছে গুলশান ২-এর রব ভবন এলাকা (১৫৯), সাভারের হেমায়েতপুর (১৫৫), আগাখান একাডেমী (১৫২)। এসব এলাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। </p> <p style="text-align:justify">শনিবার বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহর ভারতের দিল্লি। ৪৪৯ একিউআই স্কোর নিয়ে সেখানে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কাজাখস্তানের আস্তানা। যথাক্রমে ২৯০ ও ২০৯ একিউআই স্কোর নিয়ে শহরগুলোর বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি ও ভিয়েতনামের হ্যানয়।</p> <p style="text-align:justify">আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।</p>