<p style="text-align:justify">সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর গ্রামের হতদরিদ্র পরিবারের এতিম শিশু লিমা আক্তার (৮)। চার বছর আগে তার বাবা নুর জামাল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে তাঁর মা সাফিয়া আক্তার (৩৬) তাঁর ভাইবোনদের নিয়ে প্রতিবেশী ও আত্মীয়দের সহায়তায় কষ্ট করে দিনাতিপাত করছেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পানে ভাগ্য ফেরাতে গিয়ে বিপাকে সালথার চাষিরা, চান সরকারি সহায়তা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/30/1732951252-4ce4b9bd5dbd243dc3105cbd9bc6e55a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পানে ভাগ্য ফেরাতে গিয়ে বিপাকে সালথার চাষিরা, চান সরকারি সহায়তা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/30/1452259" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ছোটবেলা থেকে লিমা ধর্মপাশা উপজেলার সুনই গ্রামে খালার বাড়িতে থাকে, সেখানে একটি মাদ্রাসায় পড়াশোনা করত সে। গত ২২ নভেম্বর মাটির চুলায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয় শিশু লিমা। স্থানীয় পল্লীচিকিৎসকদের কাছে সামর্থ অনুয়ায়ী চিকিৎসা নিয়েও কোনো লাভ হয়নি। পরে ২৪ নভেম্বর ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জানাজায় যাওয়ার পথে সড়কে প্রাণ গেল একজনের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/30/1732951190-e96ad9803914a766f14697cf6154dd95.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জানাজায় যাওয়ার পথে সড়কে প্রাণ গেল একজনের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/30/1452258" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে শিশু লিমা। শরীরে ব্যান্ডেজ নিয়ে অসহ্য যন্ত্রনায় কাতরাচ্ছে শিশু লিমা। তাকে নূন্যতম চিকিৎসা করানোর সামর্থ্য পরিবারের নেই। বাঁচার আকুতি জানাচ্ছে শিশুটি।</p> <p style="text-align:justify">চিকিৎসক জানিয়েছে, লিমার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। এখন তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন।</p> <p style="text-align:justify">লিমার মা সাফিয়া আক্তার কান্নামিশ্রিত কণ্ঠে বলেন, চারবছর পূর্বে আমার স্বামী মারা গেছেন। বর্তমানে  প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সহায়তায় আমার এতিম সন্তানদের নিয়ে কষ্ট করে চলতে হচ্ছে। আমার মেয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। চিকিৎসা করানোর মতো আমার নূন্যতম সামর্থ নেই। সমাজের সব শ্রেণির মানুষের আর্থিক সহায়তায় আমার মেয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠতে পারে। তাই যার যার সাধ্য অনুযায়ী সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ আলাদা করতে হবে : প্রধান বিচারপতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/30/1732950580-3962e39925f070cfbba6b535fe9098da.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ আলাদা করতে হবে : প্রধান বিচারপতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/30/1452256" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সহায়তা পাঠানোর জন্য বিকাশ একাউন্ট নাম্বার- ০১৮৯৬১৭৪৭৫১।</p> <p style="text-align:justify">উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় কালের কণ্ঠকে বলেন, অগ্নিদগ্ধ শিশুটির ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>