<p>রাজস্ব কর্মকর্তা (আরও) পদ মর্যাদার ৩২১ জন কর্মকর্তাকে এক সঙ্গে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (১০ নভেম্বর) এনবিআর এর কাস্টম ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মো. আহসান উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।</p> <p>এর আগে কমিশনার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপ কমিশনার ও সহকারী কমিশনারদের বদলি করা হয়।</p> <p>সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় বাজেট পাসের পর এনবিআরসহ বিভিন্ন কাস্টমস হাউজ, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, বন্ড কমিশনারেট, শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে রদ বদল করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এনবিআরের সচিব আরজিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730287391-0e7159c72b2f7660279ef03129949c21.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এনবিআরের সচিব আরজিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/30/1440859" target="_blank"> </a></div> </div> <p>প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুল্ক আবগারি ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বদলি করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারি করা হলো। আগামী ১৭ নভেম্বর মধ্যেই স্ব স্ব কর্মস্থল থেকে অবমুক্ত ও নতুন কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে। তবে রাজস্ব প্রশাসনে অধিকতর গতিশীলতা আনয়ন এবং করদাতাবান্ধব পরিবেশ সৃজনের জন্য ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো’ এর আত্ততায় এই বদলি বলে মনে করেন এনবিআর।</p>