<p style="text-align:justify">শব্দ দূষণ নিয়ন্ত্রণে আগামী জানুয়ারিতে ঢাকার ১০টি সড়ক হর্নমুক্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। </p> <p style="text-align:justify">সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ‘শহীদ সেলিম বিইউএফটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’ এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। </p> <p style="text-align:justify">অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘দেশকে হর্নমুক্ত করতে প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে। সকলকে নিজের গাড়ি নিয়ন্ত্রিতভাবে চালাতে হবে এবং হর্ন ব্যবহার কমাতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গণ-অভ্যুত্থানের দিনগুলো : গোয়েন্দাদের যেভাবে বিভ্রান্ত করতেন সমন্বয়করা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730726144-af6e6b693ed51557729e654e34b27ab5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গণ-অভ্যুত্থানের দিনগুলো : গোয়েন্দাদের যেভাবে বিভ্রান্ত করতেন সমন্বয়করা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/04/1442710" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। পরিবেশবান্ধব দেশ গঠনে তাদের অবদান রাখতে হবে। সঠিক তথ্যের ভিত্তিতে তরুণ প্রজন্মকে সমস্যা সমাধানে চিন্তা-ভাবনা করতে হবে এবং সৃজনশীলতার মাধ্যমে নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে হবে।’</p> <p style="text-align:justify">অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, সদস্য নাসির উদ্দিন চৌধুরী এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান বক্তব্য দেন।</p> <p style="text-align:justify">অনুষ্ঠানে জানানো হয়, এ বছর শহীদ সেলিম বিইউএফটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২টি এবং কলেজ পর্যায়ের ৩২টি দল অংশগ্রহণ করে। </p> <p style="text-align:justify">এর মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। আর প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে যথাক্রমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।</p> <p style="text-align:justify">অন্যদিকে, কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আর প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে যথাক্রমে নৌবাহিনী কলেজ ও মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ।</p>