<p>রংপুরে ভোক্তা জনসাধারণের সুবিধার্থে ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। এ কার্যক্রমে সহযোগিতা করছে প্রাণ এগ্রো লিমিটেড।এর উদ্যোগ নিয়েছে রংপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।</p> <p>নেদারল্যান্ডের কার্ডিনাল এলুয়েট জাতের এই আলু বাজারে ৬০-৬২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ন্যায্যমূল্যে ৪৫ টাকায় আলু কিনতে পেয়ে খুশি ক্রেতারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিক্ষার্থী নাহিদুল হত্যা: সাবেক এমপি মুকুল কারাগারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731577597-04ccc51840d486f96f02fb02816cfc8b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিক্ষার্থী নাহিদুল হত্যা: সাবেক এমপি মুকুল কারাগারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/14/1446563" target="_blank"> </a></div> </div> <p>বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর কাচারিবাজার সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)আফসানা পারভীন, সহকারী পরিচালক বোরহান উদ্দিন, প্রাণ এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন, সিনিয়র ম্যানেজার রফিকুল ইসলাম, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার কৃষিবিদ রিয়াদ খান উপস্থিত ছিলেন।</p> <p>আলু কিনতে আসা নুরুল ইসলাম বলেন, ‘আলুর দাম ৫৫-৬০ টাকা কেজি। সেই আলু ৪৫ টাকায় কিনতে পেরে সাশ্রয় হয়েছে ১০ ১৫-টাকা। এই আলুগুলো অনেক ভালো।</p> <p>প্রাণ এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন জানান, একজন ক্রেতা সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন। বাজারে দাম সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত ন্যায্যমূল্যে আলু বিক্রির এ কার্যক্রম চলমান রাখার চেষ্টা থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে আলু বিক্রি শুরু হবে।</p> <p>রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানান, সপ্তাহের প্রতিদিন নির্ধারিত দোকান থেকে সুলভ মূল্যে আলু কিনতে পারবেন ক্রেতারা। প্রাথমিকভাবে ১ হাজার বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) আলু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে আরো বাড়ানো হবে। সাধারণ মানুষ আলু কিনতে সমস্যায় না পরে।</p>