<p>সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নির্মাণে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুজাত মিয়া (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। </p> <p>পুলিশ ও স্থানীয়রা জানায়, বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয়তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছেরের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং এতে উভয় পক্ষের ৪০ জন আহত হন। </p> <p>সংঘর্ষে আহতদের মধ্যে সুজাত মিয়ার পক্ষের লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অন্যদিকে আব্দুল কাছেরের লোকজনকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।</p> <p>উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। ২০ জন আহতদের মধ্যে ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।</p> <p>জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য বুধবার সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হবে।</p>