<p style="text-align:justify">শরীয়তপুরের ডামুড্যায় এক ব্যবসায়ীকে দোকান থেকে তুলে এনে নিজের অফিসকক্ষে পেটানোর অভিযোগ উঠেছে ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সোলাইমান ফরাজী।</p> <p style="text-align:justify">ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের মডেরহাট বাজারের কাপড় ব্যবসায়ী চর ধানকাঠি এলাকার সোলাইমান ফরাজী। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক। এ সময় তিনি সোলাইমান ফরাজীর কাছে ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স চাইলে তিনি প্রথমে ফটোকপি ও পরে মূল কপি দেখান। এরপর তার কাছে আয়কর সার্টিফিকেট চাইলে তিনি সেটি দেখাতে পারেননি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার ১০০ টাকা জরিমানা করেন।</p> <p style="text-align:justify">অভিযোগে আরো বলা হয়, ক্ষুদ্র দোকানি হওয়ায় জরিমানার টাকা দেওয়া নিয়ে সোলাইমান ফরাজীর সঙ্গে কথা-কাটাকাটি হয় এসি ল্যান্ড আবু বকর সিদ্দিকের। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনসার সদস্যকে দিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নিজ কার্যালয়ে নিয়ে আসেন সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক। সেখান আটকে রেখে প্রথমে তাকে কানে ধরে উঠবস ও পরে আনসার ও তিনি নিজে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন সোলাইমান। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="থানায় দায়েরকৃত হত্যা মামলার বিষয় জানেন না বাদী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730717637-d7d313b7745893637b2974eb139ed824.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>থানায় দায়েরকৃত হত্যা মামলার বিষয় জানেন না বাদী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442662" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">খবর পেয়ে ডামুড্যা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম ও পৌর জামায়াতের আমির আতিকুর রহমান কবির ঘটনাস্থলে গেলে তাদের অনুরোধে ২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। এ ঘটনায় সোমবার (৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সোলাইমান ফরাজী।</p> <p style="text-align:justify">তিনি কালের কণ্ঠকে বলেন, ‘এসি ল্যান্ড স্যার এভাবে এতগুলো মানুষের সামনে আমাকে পেটাবেন, আমি ভাবতে পারিনি। আমি শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত। আমার যদি কোনো অন্যায় থাকে, তাহলে তিনি আমাকে জরিমানা বাড়িয়ে দিতেন অথবা জেলে পাঠাতেন। আমি জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।’</p> <p style="text-align:justify">ঘটনার প্রত্যক্ষদর্শী ডামুড্যা পৌর জামায়াতের আমির আতিকুর রহমান কবির ও উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘সামান্য বিষয় নিয়ে মধ্য বয়সের এক ব্যবসায়ীকে এভাবে পেটানো খুবই দুঃখজনক। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে সাধারণ নাগরিকের ওপর নির্দয়ভাবে পেটানোর বিষয়টি আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এসি ল্যান্ড মহোদয় আমাদের সামনেই সোলাইমানকে পিটিয়েছেন। আমরা বাধাও দিয়েছি। আমরা তার বিচার দাবি করছি।’</p> <p style="text-align:justify">অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) আবু বকর ছিদ্দিক কালের কণ্ঠকে বলেন, ‘অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ ধারায় ওই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের রাজনৈতিক অবস্থান থেকে হয়তো বা তারা এই ভিত্তিহীন অভিযোগটি তুলেছেন।’</p> <p style="text-align:justify">শরীয়তপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। এখন তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’</p>