<p>পটুয়াখালীর কুয়াকাটায় নির্মীয়মাণ একটি দোকানের দেয়ালের ভিম ভেঙে মাথায় পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।</p> <p>সোমবার (৪ নভেম্বর) দুপুরে কুয়াকাটার রাখাইন মার্কেটসংলগ্ন কেরানিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>নিহতরা হলেন মো. আবু বক্কর (৪২) ও কামাল হোসেন (৪০)। নিহত আবু বক্কর কুয়াকাটার নবীনপুর গ্রামের আবদুর রহমানের ছেলে এবং কামাল হোসেন একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রমেকে ‘কমপ্লিট শাটডাউনের’ হুঁশিয়ারি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730711730-e264b17ad81d203d1ca44878f6fc6cdd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রমেকে ‘কমপ্লিট শাটডাউনের’ হুঁশিয়ারি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442625" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ ও স্থানীয়রা জানায়, কেরানিপাড়ার উসে রাখাইনের নির্মীয়মাণ দোকানের সাটার প্রতিস্থাপন করতে আসেন আবু কবর ও কামাল হোসেন। কাজের এক পর্যায়ে পুরাতন সাটার খুলতে গেলেই অরক্ষিত দোকানের ওয়ালসহ ভিম ভেঙে ওই দুই শ্রমিকের গায়ের ওপর পরে। এতে ঘটনাস্থলেই আবু বক্কর ও কামাল হোসেন প্রাণ হারান।</p> <p>এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমার বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা করবেন সে প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।</p>