<p>শালিসের জরিমানার টাকা আত্মসাৎ এবং ভুক্তভোগীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবকদল ও যুবদলের দুই নেতার বিরুদ্ধে। তারা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জগনাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা শরিফুল ইসলাম শরিফ এবং কুষ্টিয়ার ভেড়ামারা থানার মোকারমপুর ইউনিয়ন যুবদল কর্মী জিএম।</p> <p>রবিবার (৩ নভেম্বর) দুপুরে এ বিষয়ে একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের নওদাপাড়ার আলম প্রামাণিকের ছেলে মো. হুজাইফার (৩০) সঙ্গে এক নারীর পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কও হয় তার। এর ফলে ওই নারী গর্ভবতী হয়ে পড়েন। পরে বিয়ের জন্য চাপ দিলে বিভিন্ন কৌশলে গর্ভপাত করান হুজাইফা। এর পরও বিয়ে না করায় গত অক্টোবরের শেষ সপ্তাহে শালিসের জন্য হুজাইফা ওই নারীকে নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা যুবদলকর্মী জিএমের কার্যালয়ে নিয়ে যান। সেখানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ। তারা শালিসের নামে হুজাইফার নানার কাছ থেকে ৬০ হাজার টাকা নেন।</p> <p>সূত্রটি আরো জানায়, শালিসের পর ভুক্তভোগী ওই নারীকে জিএমের কাছে রেখে বাকিরা চলে যান। এ সময় জিএম ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু ঘটনাস্থলে ভুক্তভোগীর বোন জামাই থাকায় তিনি তাকে উদ্ধার করে ঈশ্বরদীতে পাঠিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর বোন জামাইকে মাদক মামলায় ফাঁসিয়ে জেল হাজতে পাঠান জিএম।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুষ্টিয়ায় এএসপি অফিস থেকে মোটরসাইকেল চুরি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730544962-03942238cc3b0edee43890f5bae5195e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুষ্টিয়ায় এএসপি অফিস থেকে মোটরসাইকেল চুরি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/02/1441889" target="_blank"> </a></div> </div> <p>সেখানেই শালিসের নামে প্রহসনের মাধ্যমে ঈশ^রদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ ওই ছেলে হুজাইফার নানা মো. বক্কার আলী ৬০ হাজার টাকা নেন। তারা ওই ভুক্তভোগী নারীকে যুবদলকর্মী জিএমের নিকট রেখে ছেলে হুজাইফাকে নিয়ে চলে আসেন। এরপর জিএম সুকৌশলে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু ওই নারীর বোনের স্বামী পাভেল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে উদ্ধার করে নিজ বাড়ি ঈশ^রদীতে পাঠিয়ে দেন। এতে জিএম ক্ষিপ্ত হয়ে মাদক মামলায় ফাঁসিয়ে ওই নারীর বোনের স্বামী পাভেলকে জেল হাজতে পাঠান। </p> <p>ভুক্তভোগী নারী জানান, শালিসের নামে প্রসহন করে তারা শালিসের টাকা আত্মসাৎ করেছে। এছাড়া এসব ঘটনা কাউকে না জানানোর জন্য নানাভাবে হুমকি ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।</p> <p>এ বিষয়ে জানতে মো. হুজাইফাকে মুঠোফোনে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিলে রং নাম্বার বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন হুজাইফা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729851832-c9fd6fdf6a48d3cd44e325e95e7cf0b5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/25/1439044" target="_blank"> </a></div> </div> <p>তবে হুজাইফার নানা জানান, তার নাতি হুজাইফা গত মাসের শেষের দিকে ভেড়ামারায় নারীঘটিত একটি সমস্যা পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শরিফুল ও জিএমকে ৬০ হাজার টাকা দিয়ে মীমাংসা করা হয়েছে। এরপর হুজাইফাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। </p> <p>যুবদল কর্মী জিএম জানান, ঘটনাটি ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফের মাধ্যমে মীমাংসা করা হয়েছে। ৬০ হাজার টাকা নেওয়ার কথা শরিফ জানেন। তার সঙ্গে কথা বলেন জানিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেন জিএম। </p> <p>টাকা নেওয়ার কথা অস্বীকার করে স্বেচ্ছাসেবকদল নেতা শরিফুল ইসলাম শরীফ জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। হুজাইফার পরিবারের পক্ষ থেকে শালিসে তিনি শুধু উপস্থিত ছিলেন। শালিসে মীমাংসা করার পর ছেলে মেয়েকে তাদের স্বজনদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাবনায় বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, অস্ত্রসহ আটক ১০" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727645377-858c98c67030e62f40a7c377f262561f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাবনায় বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, অস্ত্রসহ আটক ১০</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/30/1430394" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে পাবনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইয়ামিন খান জানান, এ ঘটনার বিষয়ে তিনি অবগত নন। তবে বিষয়টি দুঃখজনক। অভিযোগ প্রমাণিত হলে শরিফুল ইসলাম শরিফের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।</p>