<p>কুমিল্লার লাকসামে শহিদ উল্লাহ সরু (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৭ অক্টোবর) কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামের এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>শহিদের বাড়ি উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামে। তিনি ওই গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে। হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গ্রেপ্তাররা হলেন একই বাড়ির মো. তাজুল ইসলাম এবং তার ছেলে মো. শহিদুল ইসলাম।</p> <p>লাকসাম থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহিদ বাড়ির পাশে একটি জমিতে মাটি কাটছিলেন। এ সময় জমিতে মাটি কাটায় সরুকে বাধা দেন তাজুল ও শহিদুল। এ নিয়ে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে শহিদকে বেধড়ক মারধর করেন তারা। এতে ঘটনাস্থলেই মারা যান শহিদ।</p> <p>লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’</p> <p>তিনি জানান, এই ঘটনায় লাকসাম থানায় একটি হত্যা মামলা হয়েছে। তা ছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।</p>