<p style="text-align:justify">বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলে কর্মরত শ্রমিক-কর্মচারীরা। তবে বিক্ষোভ চলাকালে টানেলে গাড়ি চলাচলে কোনো বাঁধা সৃষ্টি হয়নি।</p> <p style="text-align:justify">বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানেলের আনোয়ারা প্রান্তের টোলপ্লাজা এলাকায় বিক্ষোভ করেন তারা।</p> <p style="text-align:justify">সরেজমিনে গিয়ে দেখা যায়, টানেলের টোলপ্লাজার সামনে শ্রমিক-কর্মচারী অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তারা, ‘আমাদের দাবি মানতে হবে’ ‘বেতন বৈষম্য মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে শ্রমিক-কর্মচারীরা টানেলের পতেঙ্গা প্রান্তে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) অফিসে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তাদের দাবি পেশ করেন। তখন সিসিসিসি কর্তৃপক্ষ তাদের দাবি আলোচনা সাপেক্ষে সমাধান করবে বলে আশ্বাস দেন বলে জানা যায়।</p> <p style="text-align:justify">শ্রমিকরা জানান, টানেলের টিসিআর, এডমিন ও টোল শাখার কন্ট্রাক্টারের পছন্দের শ্রমিকদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে ২০-৩০ শতাংশ। অপরদিকে অন্যান্য শ্রমিকদের দেওয়া হয়েছে ৫ শতাংশ। এছাড়া এখনো আমাদের নিয়োগপত্র দেওয়া হয়নি।</p> <p style="text-align:justify">টানেলের ওয়ার্কশপ সেকশনের ম্যানেজার মঈনুল ইসলাম জানান, বেতন নিয়ে অসন্তোষের কারণে তারা বিক্ষোভ করে। পরে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) কর্মকর্তাদের সঙ্গে শ্রমিক-কর্মচারীরা দেখা করে তাদের দাবি জানিয়েছে। টানেলে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।</p> <p style="text-align:justify">এ বিষয়ে দায়িত্বরত নৌবাহিনীর লে কমান্ডার ফারুক জানান, চুক্তিনামায় নিয়ম অনুযায়ী যে প্রক্রিয়ায় বেতন বাড়ানোর বিষয়ে উল্লেখ রয়েছে, সে নিয়মেই বেতন বাড়বে; এখানে জোর করে কিছু করার নেয়।</p>