<p>অতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটে বন্যা দেখা দিয়েছে। এতে পাঁচ উপজেলার অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ডুবে গেছে অনেক এলাকার রাস্তাঘাট ও ফসলের জমি, ভেসে গেছে পুকুরের মাছ।</p> <p>রংপুর অঞ্চল ও তৎসংলগ্ন উজানে গত কয়েকদিনের অতিভারী বৃষ্টিপাতের কারণে নদীর এ পানিবৃদ্ধি ফলে জানিয়েছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার।</p> <p>আজ (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির চাপ সামলাতে ব্যারেজের ৪৪টি জলকপাটের সবগুলো খোলা রাখা হয়েছে।</p> <p>তিস্তার পানি বেড়ে জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, সিন্দুর্ণা, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি ও সানিয়াজান, কালীগঞ্জের ভোটমারী, তুষভান্ডার ও কাকিনা, আদিতমারীর মহিষখোচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার অনেক মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন।</p> <p>জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, দ্রুত পানিবন্দি পরিবারগুলোর তালিকা তৈরি করে ত্রাণ বিতরণ শুরু করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।</p>