<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদের স্মরণ এবং গণ-অভ্যুত্থানের এক মাস পূর্তিতে মোমবাতি প্রজ্বালন করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার নেতারা। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মর্সূচি পালন করেন তারা।</p> <p>সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রাতুল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সংগঠক আদ্রি মাহি, তাহসান ইসলাম, সিফা প্রমুখ।</p> <p>বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের দাবিকে নিন্দা জানিয়ে নেতারা বলেন, ৩০ লাখ মানুষের প্রাণের চেতনা ধারণ করে এই জাতীয় সংগীত। অবিলম্বে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমীসহ যারা জাতীয় সংগীত নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান তারা।</p> <p>জুলাই-২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ছাত্র হত্যার দ্রুত বিচার, নিহত ও আহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় উদ্যোগে সব পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তারা। </p>