<p>বরগুনার বেতাগীতে শাশুড়ি নির্যাতনের অভিযোগ উঠেছে জ্যোতি মৃধার (২৬) বিরুদ্ধে। বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শুভ বসুর স্ত্রী রিতা রানী বসুকে (৫৫) শারীরিকভাবে নির্যাতন করে ঘর থেকে বের করে দেন তিনি। বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী। </p> <p>বুধবার (৪ সেপ্টেম্বর) শাশুড়িকে বেধড়ক মারধর করে ঘর থেকে বের করে দেন জ্যোতি মৃধা। সেই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী রিতা রানী বসু নিজেই নির্যাতনের অভিযোগ তোলেন জ্যোতির বিরুদ্ধে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান ভুক্তভোগীর ছোট ছেলে শোভন বসু। </p> <p>ভুক্তভোগীর স্বজনরা জানায়, কখনোই এমন অমানবিক নির্যাতনের কথা বলেননি রিতা রানী বসু। নির্যাতন সইতে না পেরে তিনি বলেন, ‘ছেলের সংসার ভেঙে যাওয়ার ভয়ে এবং ছেলের সংসারের কথা ভেবে দিনের পর দিন গৃহবধূর অমানবিক নির্যাতন সহ্য করেছি।’</p> <p>প্রতিবেশী একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘এর আগেও ভুক্তভোগী রিতা রানী বসুর গায়ে আঘাতের চিহ্ন দেখেছি। আঘাতের চিহ্ন কিসের জানতে চাওয়া হলে ভুক্তভোগী বলতেন, ঘরের মেঝেতে পরে গেছেন।’ </p> <p>প্রতিবেশীরা আরো জানায়, গৃহবধূর আচরণের কারণে শিবু বসুর বাসায় ভাড়াটিয়াও থাকতে পারত না। বাধ্য হয়ে ভাড়াটিয়ারা অন্যত্র  চলে যেত। এ বিষয় নিয়ে অভিযুক্ত জ্যোতি মৃধার কাছে জানতে একাধিকবার ফোন করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।</p> <p>বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, শাশুড়ি নির্যাতনের ঘটনা অবগত আছেন। এখন পর্যন্ত কেউ থানায় এসে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।</p>