<p>সিলেট সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। মেয়রের গাড়িও ভাঙচুর করেছে হামলাকারীরা। এসময় মালামালে অগ্নিসংযোগও করে দুর্বৃত্তরা।</p> <p>সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পাঠানটুলা এলাকায় মেয়রের বাসায় এ হামলার ঘটনা ঘটে।</p> <p>জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে মেয়র মো. আনোয়ারুজ্জামানের বাসভবনে হামলা চালানো হয়। এসময় ভবনের ভেতরে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করা হয়। কিছু জিনিস বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া বাসার পার্কিংয়ে থাকা মেয়রের গাড়িসহ একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে।</p> <p>এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের পিআরও সাজলু লস্কর। তিনি বলেন, ‘বাসায় কেউ না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।’</p> <p>এর আগে সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগের খবরে বেলা ৩টার পর থেকে বিভিন্ন স্থানে নাশকতা শুরু হয়। পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, একাধিক পুলিশ ফাঁড়িসহ সরকারি-বেসরকারি স্থাপনা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যের বাসভবন, মেয়রর বাসভবন, আওয়ামী লীগের নেতা, সিটি করপোরেশনের একাধিক কাউন্সিলরের বাসা-কার্যালয় এবং আওয়ামী লীগ-সমর্থিত ব্যবসায়ীদের দোকান-প্রতিষ্ঠানে একের পর এক হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সিলেটের সাবেক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী ভাঙচুর ও হামলা বন্ধের আহ্বান জানিয়ে এবং হামলা প্রতিরোধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে নগরের সড়কে সড়কে মাইকিং করেন। </p>