<p>সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ, প্রক্রিয়াজাতকরণ ও মোড়কে মূল্য-মেয়াদসহ ধানের জাত উল্লেখ না করায় টাঙ্গাইলের কালিহাতীতে এক অটোরাইস মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।</p> <p>আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব বেদডোবা এলাকার জননী অটোমেটিক রাইস মিলকে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক পরে চুরি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733309190-49c140f4ea25640ec6a42d294ef333d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক পরে চুরি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/04/1453793" target="_blank"> </a></div> </div> <p>শিকদার শাহীনুর আলম বলেন, ‘বিভিন্ন ব্যান্ডের প্লাস্টিকের মোড়কে চাল প্রক্রিয়াকরণ, মোড়কে মূল্য-মেয়াদ ও ধানের জাত উল্লেখ না করার অপরাধে ওই মিল মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে।’</p>