<p>আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং ফেনী বিলোনিয়া সীমান্তে ভারতীয়দের আন্তর্জাতিক সীমান্ত আইনবিরোধী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন ছাত্র-জনতা। বুধবার (৪ ডিসেম্বর) ফেনীর পরশুরাম উপজেলার বিলোনীয়া বন্দর সীমান্ত এলাকার মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের সামনে মিছিল ও সমাবেশ করেন তারা। </p> <p>বাংলাদেশের ছাত্র-জনতা সহকারী হাইকমিশনে হামলার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত বলে জানিয়ে বক্তারা বলেন, ভারত বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে মেতেছে। তারা ইতোমধ্যে আন্তর্জাতিক আইন লঙ্গন করায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব  হুমকি সম্মুখীন হয়েছে।</p> <p>দেশের যেকোনো সংকটে মানুষ প্রাণ দিতে প্রস্তুত বলে জানিয়েও শিক্ষার্থীরা বলেন, ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সাধারণ মানুষ ও ছাত্র-জনতা এক।</p> <p>সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুহাইমিন তাজিম ও ওমর ফারুক শুভ প্রমুখ। </p> <p>বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।</p>