<p style="text-align:justify">ক্যাম্পাসে সব ধরনের দলীয় (ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী) রাজনীতি নিষিদ্ধসহ তিন দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা তিনটি দাবি জানান। </p> <p style="text-align:justify">দাবিগুলো হলো সব ধরনের দলীয় (ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী) রাজনীতি অবিলম্বে স্থায়ীভাবে নিষিদ্ধ করা; দ্রুততম সময়ের মধ্যে জাকসু নির্বাচন আয়োজন; ছাত্র আন্দোলন চলাকালে ক্যাম্পাসের অভ্যন্তরে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলাকারী ও মদদদাতাদের বিরুদ্ধে মামলা ও বিচার নিশ্চিত করা। পাশাপাশি ক্যাম্পাসের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করা।</p> <p style="text-align:justify">এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না। তাই উপাচার্যের নিকট তিনটি দাবি জানিয়েছি। ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।’ </p> <p style="text-align:justify">এ সময় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আগামী রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাইকে নিয়ে বসব। প্রয়োজনে সিন্ডিকেট মিটিং ডেকে এ দাবিগুলো আলোচনা করে সিদ্ধান্ত জানাব।’ </p>