<p>বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্থায়ী কার্যালয় রাজধানীর মগবাজারে উদ্বোধন করা হয়েছে। নতুন ঠিকানা ১৫, নিউ ইস্কাটন রোড (৭ম তলা), রমনা, ঢাকা-১০০০। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।</p> <p>বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাজুস। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সেনা কর্মকর্তা তানজিম হত্যার ঘটনায় আটক ৬" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/25/1727267071-d515dc95be25e9e1402d10e15171dc23.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সেনা কর্মকর্তা তানজিম হত্যার ঘটনায় আটক ৬</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/25/1428833" target="_blank"> </a></div> </div> <p>এ সময় ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ বলেন, নতুন কার্যালয় স্থাপনের মধ্য দিয়ে দেশের জুয়েলারিশিল্পকে সামনের দিকে অগ্রসর হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলো বাজুস। এ অর্জনের জন্য বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর সাহস জুগিয়েছেন বলে জানান তিনি। বাজুসের ৫৯ বছরের ঐতিহ্যকে সঙ্গী করে জুয়েলারিশিল্পকে বিকশিত করতে শিল্পসংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান গুলজার আহমেদ।</p> <p>অনুষ্ঠানে বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বলেন, স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য বাজুসের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাদল চন্দ্র রায় বলেন, এখন সময় সামনের দিয়ে এগিয়ে যাওয়ার।</p> <p>অনুষ্ঠানে বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসান, মাসুদুর রহমান, মো. জয়নাল আবেদীন খোকন, সমিত ঘোষ অপু, কোষাধ্যক্ষ উত্তম বণিক এবং সহসম্পাদক উত্তম ঘোষ ও ফরিদা হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, আনোয়ার হোসেনসহ বাজুসের কার্যনির্বাহী কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল।</p> <p>স্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।</p>