<p style="text-align:justify">গণ অধিকার পরিষদের কদমতলী থানা শাখার উদ্যোগে পথসভা  ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত হওয়ায় আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বিকেল ৫টায় রায়েরবাগ বাসস্টেশন থেকে মিছিলটি শুরু করে কদমতলী থানার বিভিন্ন এলাকা পদক্ষিণ করে।</p> <p style="text-align:justify">মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে কদমতলী এলাকার মানুষ যে সাহসী ভূমিকা পালন করেছে, তা স্মরণীয় হয়ে থাকবে। আজকে বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে এক নতুন চাঁদাবাজ ও দখলদারের উৎপত্তি হয়েছে। আপনারা সাবধান হয়ে যান, তা না হলে শেখ হাসিনার চেয়েও ভয়ংকর পরিণতি আপনাদের হবে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য জাতীয় পার্টি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। যাত্রাবাড়ী থানায় জি এম কাদেরের নামে হত্যা মামলা হলেও তাকে আটক করা হচ্ছে না। তিনি প্রতিদিনই মিডিয়াতে কথা বলছেন। অবিলম্বে জি এম কাদের ও হাসিনার দোসর মজিবুল হক চুন্নুকে আটক করতে হবে।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জেলা পর্যায়ে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তা ইতিবাচক হিসেবে দেখছে গণ অধিকার পরিষদ। আমরা মনে করি, এখনকার পরিস্থিতি উন্নত করার জন্য এর বিকল্প ছিল না। দেশপ্রেমিক সেনাবাহিনী দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করবে, এটা আমাদের প্রত্যাশা। যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছেন তাদের বলব আপনারা গত ১৫ বছর অনেক জুলুম-অত্যাচারের শিকার হয়েছেন আর একটু ধৈর্য ধরুন।’ </p> <p style="text-align:justify">দলের উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের বলেন, ‘আওয়ামী লীগের পতন হলেও এখনো রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে, এ দেশ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন না করা পর্যন্ত গণ অধিকার পরিষদের আন্দোলন চলমান থাকবে।’</p> <p style="text-align:justify">ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন, ‘গণ অধিকার পরিষদের দরজা সবার জন্য খোলা, তবে এক শ্রেণির লোকের জন্য গণ অধিকার পরিষদ নিষিদ্ধ। তারা হলেন দখলবাজ, চাঁদাবাজ, খুন-রাহাজানির সঙ্গে জড়িত যারা এবং বিগত ফ্যাসিস্টের সঙ্গে যারা সরাসরি ২৪ সালের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’</p> <p style="text-align:justify">পথসভায় সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল। এ সময় দলের নেতাকর্মীরা বক্তব্য দেন।</p>