<p>বিতর্কিত কোনো ব্যবসায়ীর কাছ থেকে কোনো আর্থিক সহায়তা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে দলের ত্রাণ ও পুনর্বাসন তহবিলে দেওয়া ব্যবসায়ী আরাফাতুর রহমান আপেলের ১০ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। </p> <p>ত্রাণ ও পুনর্বাসন কমিটির সদস্যসচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি স্বাক্ষরিত আপেলকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, আপনার সামাজিক সংশ্লিষ্টতা সম্পর্কে অজ্ঞতাবশত টাকাটা গ্রহণ করা হয়েছিল। যা ত্রাণ সংগ্রহের নীতিমালার পরিপন্থী। এ জন্য ত্রাণ ও পুনর্বাসন কমিটি আপনার ১০ লাখ টাকা ফেরত দিচ্ছে।</p> <p>খোঁজ নিয়ে জানা গেছে, বিগত স্বৈরাচার সরকারের আমলে বিতর্কিত পুলিশ অফিসার বেনজীর আহমেদের সঙ্গে সখ্য রেখে আপেল বিপুল সম্পদের মালিক হন। এখন পরিবর্তিত পরিস্থিতিতে ত্রাণ তহবিলে ১০ লাখ টাকা প্রদান করেন আপেল। বিষয়টি জানতে পেরে আপেলের টাকা ফেরত দেয় বিএনপি।</p>