<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বাজারে পাঁচ কোটি ৭৫ লাখ স্মার্টফোন ইউনিট বিক্রির মাধ্যমে বৈশ্বিক বাজারে আবারও শীর্ষস্থান নিশ্চিত করেছে স্যামসাং। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বাজারে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে বিশ্বজুড়ে ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্যানালিসের তথ্য অনুযায়ী, স্যামসাংয়ের এই সাফল্যের মূলে রয়েছে প্রতিষ্ঠানটির কার্যকরী ব্যবস্থাপনা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোনের লাইনআপ। এ ছাড়া গ্যালাক্সি ডিভাইসের বিস্তৃত পোর্টফোলিও নিয়ে স্যামসাং বিভিন্ন শ্রেণির ব্যবহারকারীদের চাহিদা পূরণে নিজেদের শক্ত অবস্থান বজায় রেখেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্যানালিসের প্রকাশিত তথ্য থেকে আরো জানা যায়, বৈশ্বিক স্মার্টফোনের বাজারে অ্যাপল আছে দ্বিতীয় স্থানে। তারা বিক্রি করেছে পাঁচ কোটি ৪৫ লাখ আইফোন ইউনিট। চার কোটি ২৮ লাখ ফোন বিক্রি করে তৃতীয় অবস্থানে আছে শাওমি। চতুর্থ দখল করা অপো বিক্রি করেছে দুই কোটি ৮৬ লাখ ফোন। দুই কোটি ৭২ লাখ ফোন বিক্রি করে পঞ্চম স্থানে আছে ভিভো।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব মিলিয়ে বাজারে বিক্রি হয়েছে ৩০ কোটি ৯৯ লাখ ইউনিট স্মার্টফোন। এই প্রবৃদ্ধির পেছনে ব্যবহারকারীদের চাহিদা বৃদ্ধি এবং নতুন পণ্যের উন্মোচন মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। ২০২১ সালের পর এ বছরই তৃতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে।</span></span></span></span></p>