<p>কালের কণ্ঠ স্পোর্টস : ফুটবল ফেডারেশনের কর্মকর্তা হিসেবে প্রথমবার পা রাখলেন বাফুফেতে, কী অনুভূতি কাজ করছে?</p> <p>গোলাম গাউস : আমি তো খেলোয়াড় ছিলাম তাই না! একসময় খেলেছি এই বাফুফের অধীনে, এখন কর্মকর্তা হিসেবে যে এসেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা মুহূর্ত। ভাষায় বোঝাতে পারব না। তা-ও ভোটের মাধ্যমে এসেছি, আর অনেক ভোটই আমি পেয়েছি। নতুন এসে এত ভোট পেয়ে আমিও আসলে অভিভূত।</p> <p>প্রশ্ন : খেলা ছাড়ার পর সাংগঠনিকভাবে আর কোথায়, কিভাবে জড়িত ছিলেন।</p> <p>গাউস : নারায়ণগঞ্জের ফুটবলের সঙ্গে জড়িত তো আমি অনেক দিন থেকেই। নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সঙ্গেও ছিলাম। খেলা শেখায় এমন কয়েকটা একাডেমির সঙ্গে যুক্ত ছিলাম সাংগঠনিকভাবেই। কোচ হিসেবেও কাজ করেছি নারায়ণগঞ্জ জেলা দলের সঙ্গে।</p> <p>প্রশ্ন : ফুটবল ফেডারেশনের সঙ্গে জড়িত হয়ে বিশেষ কিছু করার ভাবনা কি মাথায় কাজ করেছে?</p> <p>গাউস : আসলে আমি হঠাৎ করেই বাফুফে নির্বাচনে এসেছি। তাবিথ আউয়াল যখন সভাপতি নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছে, সেখান থেকেই একটা উৎসাহ পেয়েছি বলতে পারেন। তাবিথ একজন ভালো মানুষ। সভাপতি হিসেবেও সে ভালো কাজ করবে, এটা আমার বিশ্বাস। তার সঙ্গে বাফুফেতে আসতে পারাটাই আমার কাছে বড় ব্যাপার।</p> <p>প্রশ্ন : সাবেক খেলোয়াড় হিসেবে খেলোয়াড়দের চাওয়া-পাওয়ার জায়গাটা আপনি ভালোভাবেই জানেন। সেই চাওয়া-পাওয়া পূরণে আপনি কোনো ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন কি?</p> <p>গাউস : এই কমিটিতে রুপুদা, ইকবাল, কাননের মতো সাবেক তারকা খেলোয়াড়রাও আছেন। উনাদেরও নিশ্চয় একটা ভাবনা আছে। নতুন হিসেবে ফুটবল উন্নয়নের যেকোনো কাজেই আমাকে দেওয়া হোক না কেন আমি শতভাগ দিয়ে কাজ করার চেষ্টা করব। বাফুফের নির্বাচিত সদস্য হিসেবে এটাই আমার মানসিকতা।</p> <p>প্রশ্ন : নারায়ণগঞ্জ থেকে তো অনেক তারকা খেলোয়াড় উঠে এসেছে। বাফুফেতে থেকে সেই নারায়ণগঞ্জের ফুটবলের জন্য বিশেষ কিছু করতে পারবেন বলে মনে করেন কি?</p> <p>গাউস : অবশ্যই নারায়ণগঞ্জের ফুটবলটাকে সচল করা আমার মূল লক্ষ্য। এর মধ্যে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে লিগ চালানোর মতো ভালো একটা মাঠ চেয়েছি আমরা। নারায়ণগঞ্জে লিগটা আমি নিয়মিত করতে চাই।</p> <p> </p>